logo ০৫ মে ২০২৫
রাকাবের নতুন মহাব্যবস্থাপক রিয়াজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুন, ২০১৫ ১৭:৪৬:২৯
image


ঢাকা: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মহাব্যবস্থাপক হিসেবে রিয়াজ উদ্দিন মিয়া যোগদান করেছেন। মঙ্গলবার তিনি কর্মস্থলে যোগ দেন।

এর আগে সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

রিয়াজ বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপক) হিসেবে কর্মরত ছিলেন।

১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে চাকরিজীবন শুরু করেন তিনি।

এর আগে ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জনকারী রিয়াজ ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামেও অংশ নিয়েছেন।

(ঢাকাটাইমস/৯জুন/এমআর)