বিইউপির অতিরিক্ত পরিচালক হলেন মনোয়ার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৫ ১৭:৫৬:৩৯
ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক পদে প্রেষণে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল জামিলুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
একই পদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল মীর্জা মনোয়ার রেজাকে নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল মীর্জা মনোয়ার রেজাকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এডিশনাল ডাইরেক্টর পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
এডিশনাল ডাইরেক্টর পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকুরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/৭জুন/এইচআর/এমএম)