নোবিপ্রবির নতুন ভিসি ড. ওয়াহিদুজ্জামান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মে, ২০১৫ ১৬:১৬:২১
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামানকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ড. এম ওয়াহিদুজ্জামানকে নোবিপ্রবিতে উপাচার্য পদে নিয়োগের জন্য গত ২৮ মে আদেশে স্বাক্ষর করেন।
অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান আগামী চার বছরের জন্য নোবিপ্রব ‘র উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
(ঢাকাটাইমস/৩১মে/এইচআর/জেবি)