আইন মন্ত্রণালয়ের উপসচিবকে বাগেরহাটের জজ নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ মে, ২০১৫ ১৭:১৪:১৭
ঢাকা: বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাথে পরামর্শক্রমে জেলা জজ পদমর্যদার বিচার বিভাগীয় কর্মকর্তা আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব (প্রশাসন) মিজানুর রহমান খানকে বাগেরহাটের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বদলির আদেশাধীন মিজানুর রহমান খানকে ৩১ মে দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বাগেরহাটে যোগদানের জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব (প্রশাসন) হিসেবে মিজানুর রহমান খান ১৮ জুন ২০১২ থেকে দায়িত্বরত আছেন।
(ঢাকাটাইমস/২৬মে/এইচআর/জেবি)