logo ০৫ মে ২০২৫
প্রশাসনে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মে, ২০১৫ ১৮:২২:৫৬
image

ঢাকা: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নির্বাহী অফিসার আহসান হাবিবকে প্রেষণে বগুড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মহিউদ্দিন আল ফারুককে পেটেন্ট ডিজাইনও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-নিবন্ধক পদে বদলী করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) সাঈদুর রহমান খানকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জেন্টার, এনজিও এন্ড স্টেকহোল্ডার পার্টিসিপেশন ইউনিটের সিনিয়র সহকারি প্রধান করা হয়।


নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক করা হয়।


এদিকে বিনিয়োগ বোর্ডর উপপরিচালক পদে প্রেষণে কর্মরত বিসিএস (ডাক) ক্যাডারের কর্মকর্তা ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আরিফুল হককে প্রত্যাহারের আদেশ বাতিল করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৪মে/এইচআর/এমএম)