logo ০৫ মে ২০২৫
দুদকের সহকারী পরিচালককে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মে, ২০১৫ ১৮:৪০:০৬
image

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক পদে প্রেষণে পুলিশ ক্যাডারের কর্মকর্তা এস এম রফিকুল ইসলামকে প্রত্যাহার করে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


হাউজ বিল্ডিং এন্ড রিসার্স ইনস্টিটিউটের সিনিয়র রিসার্স আর্কিটেক্ট নাফিজুর রহমানকে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক করা হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মোহাম্মদ রেজাউল হক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপপরিচালককে (নিরাপত্তা) সিসিটি পদে প্রেষণে কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর নিজাম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।


সরকারের অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জি অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।


জা-নেসার ওসমানকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচালক (উন্নয়নমুলক অনুষ্টান চলচ্চিত্র ইউনিট) পদে চুক্তিভিত্তি নিয়োগ দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/১৩মে/এইচআর/এমএম)