logo ০৬ মে ২০২৫
১৬ উপসচিব ও পাঁচ এডিসি পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ মে, ২০১৫ ১৭:৩৭:১৪
image

ঢাকা: প্রশাসনে ১৬ উপসচিব এবং পাঁচ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে  রদবদল করা হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জাহেদুল হাসানকে এনটিএমসির উপ-পরিচালক করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আছাদুজ্জামানকে পাট অধিদপ্তরের উপপরিচালক করা হয়েছে।


উপসচিব জাহাঙ্গীর আলমকে খাদ্য অধিদপ্তরের এমএফএসপি শীর্ষক প্রকল্পে দেয়া হয়েছে।


উপসচিব এ এস এম শফিউল আলম মজুমদারকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন শীর্ষক প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক করা হয়েছে।


উপসচিব মোশাররফ হোসেনকে শ্রম ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।


উপসচিব মোয়াজ্জেম হোসেন মজুমদারকে খাদ্য অধিদপ্তরের এমএফএসপি প্রকল্পে দেয়া হয়েছে।


উপসচিব সারওয়ারে উদ্দীন খানকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিজিএম করা হয়েছে।


উপসচিব নাসির উদ্দিন তফাদারকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার করা হয়েছে।


ইআরডির উপসিচিব মজিবুর রহমানকে অর্থবিভাগে দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুরুজ্জামানকে স্বাক্ষ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।


চট্টগ্রাম বিনিয়োগ বোর্ডের উপপরিচালক হাবিবুর রহমানকে প্রধান নির্বাহী কর্মকর্তা পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়িতে দেয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব রাশেদুল হাসানকে জন্ম-মৃত্যু নিবন্ধন প্রকল্পের উপপরিচালক করা হয়। আরমান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপম্যান্ট প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক মো. জিয়াউল হককে অর্থ বিভাগে দেয়া হয় এবং জন্ম-মৃত্যু নিবন্ধন প্রকল্পের সিস্টেম এনালিস্ট এ এইচ এম সামসুজ্জামানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম আমিনুল ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের পরিচালক করা হয়।


এছাড়া পাঁচ অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/১২মে/এইচআর/জেবি)