রাশিয়ার রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ ফের বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মে, ২০১৫ ২১:১৭:৩৬
ঢাকা: রাশিয়ান ফেডারেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। ৪ জুন থেকে সাইফুলের নতুন এ চুক্তির মেয়াদ কার্যকর হবে।
২০০৯ সালের ২৯ এপ্রিল রাশিয়ান ফেডারেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ পান সাইফুল। এরপর পাঁচবার তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মোস্তফা আবিদ খানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১১মে/জেবি)