logo ০৬ মে ২০২৫
যুগ্মসচিবকে সংযুক্তি, দুজনকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ মে, ২০১৫ ১৯:০৩:৪০
image

ঢাকা: প্রশাসনে এক যুগ্মসচিবকে সংযুক্তি ও দুই সিনিয়র সহকারী সচিবকে বদলি করা হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) শামীম আরা খাতুনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে সংযুক্তি দেয়া হয়েছে।


সচিবালয় শাখায় ন্যস্ত থাকা সিনিয়র সহকারী সচিব বেগম শারমিনা নাসরীনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একই পদে বদলি করা হয়েছে। এছাড়া সচিবালয় শাখায় ন্যস্ত থাকা সিনিয়র সহকারী সচিব রফিকুল হককে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একই পদে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/১০মে/এইচআর/জেবি)