প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৫ ১৮:৩৪:১৩

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব বেগম বদরুন নাহারকে ইরাকের বাগদাদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) উইংয়ে বদলি করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ বেতারের সংরক্ষিত অনুবিভাগের উপ-স্টেশন প্রকৌশলী মাহুবুর রহমানকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের উপ-পরিচালক করা হয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভা বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব (শ্রম) শ্রম উইংয়ের সিনিয়র সহকারি সচিব বেগম শারমিনা নাসরীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিশাখায় ন্যস্ত করা হয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জাকির হোসেনকে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব (শ্রম) শ্রম উইংয়ে দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আলম মোস্তাফাকে লিবিয়ায় বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব (শ্রম) শ্রম উইংয়ে দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ হোসনে সরকারকে দক্ষিন আফ্রিকায় বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব (শ্রম) শ্রম উইংয়ে বদলি করা হয়েছে।
বিদুৎ বিভাগের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ ইকতিদার আলমকে সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব (শ্রম) শ্রম উইংয়ে করা হয়েছে।
(ঢাকাটাইমস/৪মে/এইচআর/এআর/ ঘ.)