ঢাকা: সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ৪৭৭টি বিসিএস (টেকনিক্যাল) ক্যাডার এবং নন-ক্যাডার অফিসার ও শিক্ষকদের অভিন্ন গ্রেড তালিকা অনুমোদন করেছে। আজ শনিবার সরকারি সূত্র এ খবর জানায়। খবর বাসসের।
সূত্র জানায়, ক্যাডার এবং নন-ক্যাডার কর্মকর্তা ও শিক্ষকদের অভিন্ন গ্রেডের অনুমোদন করায় ক্যাডার এবং নন-ক্যাডার কর্মকর্তা ও শিক্ষকদের পদোন্নতি নিয়ে সৃষ্ট গত ৩৩ বছরের জটিলতার অবসান ঘটলো।
শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, পদোন্নতি ইস্যুটি দীর্ঘ দিনের। এই জটিলতা অবসানে এবং শিক্ষা অধিদপ্তরের অধীনে কর্মরত ক্যাডার, নন-ক্যাডার ও শিক্ষকদের পদোন্নতি দিতে একটি অভিন্ন গ্রেডেশন তালিকা তৈরি করতে উদ্যোগ নেয়া হয়।
তিনি বলেন, অভিন্ন গ্রেডেশন তালিকা ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা এবং শিক্ষকদের পদোন্নতির দীর্ঘ দিনের দাবি পূরণের পথ সুগম হলো।
খান বলেন, আমরা ইতোমধ্যেই গ্রেডেশন তালিকা অনুযায়ী ৫৩ জন ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তা এবং শিক্ষকের পদোন্নতি দিয়েছি। বাকিদের পদোন্নতি দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র জানায়, ৪৭৭ জন বিসিএস (টেকনিক্যাল) ক্যাডার এবং নন-ক্যাডার কর্মকর্তা ও শিক্ষকদের গ্রেডেশন তালিকা প্রস্তুত করা হয়েছে। এদের মধ্যে ১১১ জন চিফ ইনস্ট্রাক্টর, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যক্ষ, অধ্যাপক, ৩৩৩ জন ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট এবং ইনস্ট্রাক্টর ও চিফ ইনস্ট্রাক্টর, পদমর্যাদার ৩৩ জন নন-ক্যাডার রয়েছে।
শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গত ২৭ এপ্রিল বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারিগরি), কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবরা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যকার দীর্ঘ ৩৩ বছরের বিরোধ অবরোধ ৩৫ জন ক্যাডার (টেকনিক্যাল) কর্মকর্তা এবং ১৮জন নন-ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারিগরি) অশোক কুমার বিশ্বাস বলেন, পদোন্নতি প্রাপ্ত ৩৫ জন ক্যাডার কর্মকর্তার মধ্যে ৬ জন অধ্যক্ষ, ৬ জন উপাধ্যক্ষ এবং ২৩ জন চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে ১৮ জন রয়েছেন নন-ক্যাডার অফিসার।
(ঢাকাটাইমস/২মে/জেবি)