logo ০৬ মে ২০২৫
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭ কর্মকর্তা র‌্যাবে
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৩ এপ্রিল, ২০১৫ ১৮:৫১:০৪
image

ঢাকা: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭ কর্মকর্তাকে প্রেষনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে(র‌্যাব) নিয়োগ দিয়ে তাদের চাকরি স্বরাস্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


এর মধ্যে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার(উপ-পরিচালক) মো: খলিলুর রহমান খানকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরের উপ-পরিচালক পদে দেয়া হয়েছে।


গাজীপুরের সফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক শেখ মনিরুজ্জামানকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরের উপ-পরিচালক পদে দেয়া হয়েছে।


রাঙ্গামাটি লংগদু-৮ আনসার ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো: আমমার হোসেনকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরের সহকারী পরিচালক পদে দেয়া হয়েছে।


নেত্রকোনা-১১ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: জাহিদ হোসেনকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরের সহকারী পরিচালক পদে দেয়া হয়েছে।


কুমিল্লাটিলা, খাড়ড়াছড়ির-১১ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক আরিফ বিন জলিলকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরের সহকারী পরিচালক পদে দেয়া হয়েছে।


চট্রগ্রামের জোয়ারঘঞ্জ মিরসরাইলে ২৯ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: মইনুল ইসলামকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরের সহকারী পরিচালক পদে দেয়া হয়েছে।


খাগড়াছড়ির ৩২ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরের সহকারি পরিচালক পদে দেয়া হয়েছে।


ঢাকাটাইমস/২৩ এপ্রিল/এইচআর/এআর/ ঘ.)