logo ০৬ মে ২০২৫
প্রশাসনে পদায়ন ও বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ এপ্রিল, ২০১৫ ১৮:৫৮:৩৮
image

ঢাকা: প্রশাসনে চার যুগ্মসচিব তিন উপসচিবকে পূর্বের পদে পদায়ন (ইনসিটু) এবং দুই উপজেলা কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়।


পদোন্নতিপ্রাপ্ত চারজন যুগ্মসচিব হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মু. নূরুজ্জামান শরীফ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক এবিএম ফজলুল রহমান, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক মুহাম্মদ আল-আমিন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।


পদোন্নতিপ্রাপ্ত তিনজন উপসচিব হলেন- সিলেট ও খুলনা শহরে সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আখতারুজ্জামান এবং বরিশাল সিটি করপোরেশনের খোন্দকার আনোয়ার হোসেন।


এছাড়া লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নুর কুতুবুল আলমকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/২০এপ্রিল/এইচআর/জেবি)