পরিবেশ অধিদপ্তরের পরিচালক হলেন তৌফিকুল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ এপ্রিল, ২০১৫ ১৮:০৩:৩৫
ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) তৌফিকুল আরিফকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পযটন করপোরেশনের মহাব্যবস্থাপক পদে প্রেষণের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
আদেশে বলা হয়, যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হককে ৭ এপ্রিলের প্রজ্ঞাপন মূলে পদোন্নতির অব্যবহিত পূর্বের পদে (ইনসিটু) বাংলাদেশ পযটন করপোরেশনের মহাব্যবস্থাপক পদে প্রেষণের নিয়োগ আদেশ বাতিল করা হলো।
উপসচিব বেগম নাসরীন মুক্তিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এইচআর/জেবি)