logo ০৬ মে ২০২৫
কঙ্গো শান্তিরক্ষা মিশনে যোগ দিচ্ছে ১২৫ নারী পুলিশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ এপ্রিল, ২০১৫ ১৯:২৮:৩৫
image


ঢাকা: বাংলাদেশ পুলিশের ১২৫ নারী সদস্যের একটি এফপিইউ (ঋড়ৎসবফ চড়ষরপব টহরঃ) জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিতে বৃহস্পতিবার গভীর রাতে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। দলটির কমান্ডারের দায়িত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার আতিয়া হোসনা।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জাতিসংঘ মিশনে গমনকারী দলটিকে বিমান বন্দরে বিদায় জানাবেন।

বাংলাদেশ পুলিশের অপর একটি নারী এফপিইউ হাইতিতে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছে। বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, হাইতি, মালি, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার তিনশত ঊনসত্তর জন সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস/ ৯এপ্রিল/এএ/এমএম)