logo ০৬ মে ২০২৫
পদোন্নতি পেলেও আগের পদেই বহাল মন্ত্রীদের একান্ত সচিবরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ এপ্রিল, ২০১৫ ১৮:১৭:০০
image

ঢাকা: উপসচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতির একদিন পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিবদের (পিএস) একই পদে সংযুক্তি দেয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিব নাজমুল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর পিএস মোহাম্মদ আবু তাহের, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর পিএস একেএম শামসুল আরেফীন, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের পিএস এমএম তারিকুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর পিএস এটিএম নাসির মিয়া, সমাজকল্যাণমন্ত্রীর পিএস মাসুদ আহমদকে পদোন্নতি  দিয়ে একই পদে সংযুক্তি দেয়া হয়েছে।


এ ছাড়া উপসচিব পদে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্তি থাকা জনসংযোগ কর্মকতা সুবোধ চন্দ্র ঢালীকে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হাফছা বেগমকে জনপ্রশাসনে রাখা হয়েছে।


উল্লেখ্য, গত সোমবার রাতে প্রশাসনে তিন স্তরে ৮৭৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ২৩১ জন, উপ-সচিব থেকে ২৯৯ কর্মকর্তা যুগ্ম-সচিব ও সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব পদে ৩৪৩ জনকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়।


(ঢাকাটাইমস/৭এপ্রিল/এইচআর/এমএম)