এএসপি হলেন ৮৩ পুলিশ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ এপ্রিল, ২০১৫ ২১:১১:০৬
ঢাকা: পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৮৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামীকাল সোমবার ওয়েবসাইটে তালিকা দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) ইমদাদুদ দস্তগীর এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ২০১২ সালে এ পদোন্নতির প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওসিদের প্রথম শ্রেণির কর্মকর্তার মর্যাদা দেওয়ার পর এত বড় পদোন্নতি দেওয়া হলো।
(ঢাকাটাইমস/৫এপ্রিল/জেবি)