logo ০৬ মে ২০২৫
সাত উপসচিবকে জেলা পরিষদের প্রধান নির্বাহী হিসেবে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ মার্চ, ২০১৫ ২০:০৫:২০
image

ঢাকা: সাত উপসচিবকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি তাদের চাকরি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।


জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলিকৃত সাত কর্মকর্তা হলেন- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব বেগম সাবিনা ইয়াসমিন, খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবাস চন্দ্র সাহা, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দীপক রঞ্জন অধিকারী, নঁওগার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম, মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপপরিচালক আবদুল কাইয়ূম, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কেএইচজহিরুল ইসলাম।


(ঢাকাটাইমস/২৫মার্চ/এমএম)