মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব হলেন ইকরামুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ মার্চ, ২০১৫ ১৬:৪৫:১৭
ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মু. ইকরামুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের (সমন্বয় ও সংস্কার) একান্ত সচিব করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
পৃথক আদেশে পটুয়াখালী সদরের উপজেলা নির্বাহী অফিসার নুর আলমকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক সৈয়দা নূরজাহানকে সেকেন্ড ‘চান্স অ্যান্ড অলটারনেটিভ এডুকেশন’ শীর্ষক প্রকল্প প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ এর উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. নজরুল ইসলামকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের কনসালট্যান্ট করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৫মার্চ/এমএম)