দুই অতিরিক্ত সচিব এবং ছয় যুগ্মসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ মার্চ, ২০১৫ ১৯:৩৬:০০

ঢাকা: প্রশাসনে দুই অতিরিক্ত সচিব এবং চার যুগ্মসচিব পদে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সারওয়ার খানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
অন্যদিকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তীকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মো. মাহমুদ উল-হককে শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপের প্রকল্প পরিচালক করা হয়।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব মো. আমিনুল বর চৌধুরীকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের পরিচালক প্রিয় জ্যোতি খীসাকে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়।
উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের পরিচালক রুহিদাস যোদ্দারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপের প্রকল্প পরিচালক শহীদ বখতিয়ার আলমকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এম এ মান্নান হাওলাদারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব করা হয়।
এছাড়া সিনিয়র সহকারী সচিব পদে চারজনকে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ মার্চ/এইচআর/এমএম)