logo ০৬ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ মার্চ, ২০১৫ ১৪:৪৭:৫৮
image

ঢাকা: বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস)  বিশেষজ্ঞ কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ এর উপ পরিচালক করা হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


এছাড়া সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেনকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. রবিউল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-৩ অধিশাখায় ন্যস্ত করা হয়েছে।


ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বেগম তাহমিনাকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


নাটোরের লালপুর উপজেলার নির্বাহী অফিসার আমিরুল ইসলামকে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।


নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক বেগম নাজনীন হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।


ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হযেছে।


(ঢাকাটাইমস/১৫ মার্চ/এইচআর/জেবি)