সুশাসনে ১৬টি বিষয়ভিত্তিক দল গঠন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মার্চ, ২০১৫ ১৮:০৪:৪৮

ঢাকা: প্রশাসনে সুশাসনে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের জনপ্রশাসন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষায়িত জ্ঞানচর্চায় ১৬টি বিষয়ভিত্তিক দল (Thematic Group) গঠন করছে সরকার।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিটি দলে ৩-৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা সুশাসন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা, শ্রম ও অভিবাসন, অবকাঠামো, সরকারি ক্রয়, উন্নয়ন ব্যবস্থাপনা, জেন্ডার, মানব উন্নয়ন, পরিবেশ, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে বিশেষায়িত জ্ঞান অর্জন করবেন।
এছাড়া সরকারি অর্থ ব্যবস্থাপনা; শিল্প, বাণিজ্য ও বেসরকারিখাতের উন্নয়ন; তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, গণমাধ্যম ও তথ্য অধিকার, আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় সরকার নিয়েও বিভিন্ন ওয়েবসাইট, গ্রন্থাগার ও অন্য উৎস থেকে তথ্য সংগ্রহ করবেন তারা।
দলগুলোকে নির্বাচিত বিষয়ে তথ্য সংগ্রহের পর একক অথবা দলীয় প্রতিবেদন অথবা নিবন্ধন প্রণয়ন করতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, উপযুক্ত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আইন, নীতিমালা, কৌশলপত্র, প্রকল্প-দলিলের খসড়া সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগে মতামত চাইলে এ বিভাগের সংশ্লিষ্ট শাখা/অধিশাখা সে সম্পর্কে প্রথমে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক দলের মতামত নেবে।
দেশ-বিদেশে বিভিন্ন সভা, কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচিতে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দলের সদস্যদের মনোনয়নে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে বলেও আদেশে উল্লেখ রয়েছে।
(ঢাকাটাইমস/১১মার্চ/এইচআর/জেবি)