logo ০৬ মে ২০২৫
১৯ উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মার্চ, ২০১৫ ১৬:৩৩:৩৭
image

ঢাকা: প্রশাসনে ১৯ উপসচিব পদে রদবদল করা হয়েছে। বুধবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা সালমা জাফরীনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হামিদুল রহমানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বেগম মুনিমা হাফিজকে শিক্ষায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোমেনা মনিকে অর্থ বিভাগে, জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা বেগম আফসারী খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, পরিকল্পনা বিভাগের উপসচিব শফিকুজ্জামানকে প্রতিরক্ষা্ মন্ত্রণালয়ে,  ভুমি মন্ত্রণালয়ের উপসচিব সাজেদুল কাইয়ুম দুলালকে পরিকল্পনা বিভাগে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব বেগম মোমেনা খাতুনকে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ মুর্তজা মামুনকে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রদান প্রকল্প-২ এর উপপরিচালক (অর্থ), ঝিনাইদহ জেলা প্রশাসককের কার্যালয়ের উপ-পরিচালক মল্লিক সাইদ মাহবুবকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আবদুর রউফকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব তপন কুমার নাথকে  বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তাজুল ইসলামকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক পদে দেয়া হয়।


এছাড়া বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক আবুল কালাম আযাদকে সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, ঢাকা উত্তর  সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা  মোহাম্মদ নাসির উদ্দিনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমানকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আফজাল হোসেনকে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রদান প্রকল্পের-২ পর্যায়ের প্রকল্প পরিচালক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাহবুবুর রহমানকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক করা হয়েছে।


(ঢাকাটাইমস/১১মার্চ/এইচআর/জেবি/এমএম)