logo ০৬ মে ২০২৫
উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ মার্চ, ২০১৫ ১২:৫৫:২৬
image

ঢাকা: তিন উপসচিবকে বদলি করা হয়েছে। এছাড়া দুই যুগ্ম সচিবের বদলির আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখলাছুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব-ওএসডি) আজিজুল হককে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব-ওএসডি) নীল রতন সরকারকে বিদুৎ্ বিভাগে দেয়া হয়েছে।


দুই যুগ্ম সচিবের আদেশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিউর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে বদলি করা হয় গত ৩১ ডিসেম্বর। কিন্তু এরপরও তিনি যোগদান করেননি।


এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম গোপা চৌধুরীকেও বদলি করা হয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে। কিন্তু তিনিও যোগদান করেননি।


আগামী ১০ মার্চ তাদের দুজনকে যোগদান করতে বলা হয়েছে। যোগদান না করলে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে আদেশে বলা হয়েছে।


(ঢাকাটাইমস/৮মার্চ/এইচআর/জেবি)