পাকিস্তানে বাংলাদেশি হাই কমিশনারের মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মার্চ, ২০১৫ ১৪:৫৩:৫৯
ঢাকা: পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেনের চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় সোহরাবের চুক্তির মেয়াদ আগামী ১৬ মে বা তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাড়িয়ে আদেশ জারি করেছে।
২০১০ সালের ২৭ এ্রপ্রিল পাকিস্তানের হাই কমিশনার হিসেবে চুক্তিতে নিয়োগ পান সোহরাব। এরপর ২০১২ সালের ২০ মে এবং ২০১৪ সালের ১১ মে দুই দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এনিয়ে তৃতীয়বারের মতো সোহরাবের চুক্তির মেয়াদ বাড়ল।
(ঢাকাটাইমস/৪মার্চ/এইচআর/