logo ০৭ মে ২০২৫
উপসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ মার্চ, ২০১৫ ১৮:২৮:০০
image


ঢাকা: প্রশাসনের উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব পদে বেশকিছু রদবদল করা হয়েছে। পরিবতর্ন আনা হয়েছে বিসিএস পুলিশ ক্যাডার ও নৌ-বাহিনী থেকে প্রেষণে কর্মরতদের দপ্তরও।  

এক আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. আজাদুর রহমান মল্লিককে পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ নাসির উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব (উপসচিব) হিসেবে বদলি করা হয়েছে। গৌরনদী টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন প্রকল্পের পরিচালক করা হয়েছে উপসচিব লোকমান আহমেদকে। বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি নির্মাণ প্রকল্পের পরিচালক করা হয়েছে উপসচিব নিমাই চাঁদ বিশ্বাসকে। উপসচিব আল আমীন মো. মোস্তাফিজুর রহমানকে চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ প্রকল্পের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক হয়েছেন উপসচিব কাওসার আলী। রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামকে ‘অবসর’ শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সচিব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. ওয়াহিদুল ইসলামকে। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সঞ্জয় কুমার ভৌমিককে কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য প্রস্তাব করা হয়েছে।

অপর এক আদেশে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ অধিশাখায় ন্যস্ত করা সিনিয়র সহকারী সচিব হাসিনা বেগমকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি)     উপপরিচালক করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিবের একান্ত সচিব এস এম তরিকুল ইসলামকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-আঞ্চলিক সহযোগিতা সেলের পরিচালক করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈনকে গত ২০১৩ সালের ৩১ মে থেকে সিলেকশন গ্রেড প্রদান করা হয়েছে। তবে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারির আগে কোনো বকেয়া পাবেন না।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আব্দুর রউফ তালুকদারকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে। ফেনীর সহকারী কমিশনার মো. রাশেদুর রহমানকে দেয়া হয়েছে ঢাকায়।  

অপর এক আদেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ড. শামসুদ্দোহা খন্দকারকে মাতৃসংস্থায় প্রত্যাবর্তনের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ( বেজা) ব্যবস্থাপক  করা হয়েছে সালেহ আহমদকে। তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-প্রধান ছিরেন।

বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি নৌ পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দ কর্তৃপক্ষের সদস্য পদে প্রেষণে কর্মরত নৌ বাহিনীর কর্মকর্তা কমডোর এম শাহজাহানকে নৌ বাহিনীতে ফিরিয়ে দেয়ার জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাডিজের (বিআইআইএসএস) বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান পদে মুন্সী ফয়েজ আহমেদের চুক্তির মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে এক বছর বাড়ানো হয়েছে।

(ঢাকাটাইমস/ ১ মার্চ/ এইচএফ/ঘ.)