ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব, ওএসডি) মো. নুরুল হককে অবসর দেয়া হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেনকে the public Servants (retiremnt) Act.1974 (Amendment,2011) এর ৪ ধারা অনুযায়ী আগামী ১৪ মার্চ থেকে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।আগামী ১৪ মার্চ তাঁর অবসরে যাওয়ার কথা।
তার অনুকূলে ১২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ১৫ মার্চ থেকে আগামী ১৪ মার্চ ২০১৬ এক বছরের অবসর উত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হয়েছে। বিধি অনুযায়ী অবসর এবং অবসর উত্তর ছুটিকালীন সুবিধান প্রাপ্য হবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব, ওএসডি) মো. নুরুল হককে the public Servants (retiremnt) Act.1974 (Amendment,2011) এর ৪ ধারা অনুযায়ী আগামী ৭ মার্চ থেকে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।চাকরিবিধি অনুযায়ী আগামী ৭ মার্চ তারও অবসরে যাওয়ার কথা।
তার অনুকূলে ১২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ৮ মার্চ থেকে আগামী ৭ মার্চ ২০১৬ এক বছরের অবসর উত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হয়েছে।
বিধি অনুযায়ী অবসর এবং অবসর উত্তর ছুটিকালীন সুবিধান প্রাপ্য হবেন।
(ঢাকাটাইমস/১মার্চ/এইচআর/জেবি)