logo ০৭ মে ২০২৫
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:১১:৩৮
image


ঢাকা: স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন আবদুল মালেক। এর আগে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ছিলেন।মালেক স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেনের স্থলাভিষিক্ত হলেন।



এছাড়া রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়াকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় একই পদে রাখা হয়েছে।মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।



উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের বর্তমান সচিব মনজুর হোসেনের আগামী ২৮ ফেব্রুয়ারি অবসরে যাওয়ার কথা রয়েছে।


(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি /এইচআর/ এআর /ঘ.)