তিনজনকে ইউএনও হিসেবে পদায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ফেব্রুয়ারি, ২০১৫ ১৮:১৮:৪০
ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আহমেদ কামরুল হাসানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এমএম)