logo ০৭ মে ২০২৫
প্রশাসনে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:৩৮:৩২
image

ঢাকা: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিক সাঈদ মাহবুবকে ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


পৃথক আরেক প্রজ্ঞাপনে পাবনা জেলার জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার মো. মঞ্জুর মোর্শেদকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের লক্ষ্যে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।


পরিকল্পনা বিভাগের সচিবের একান্ত সচিব মোহাম্মদ নাহিদ ইসলামকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের লক্ষ্যে চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


সিলেট জেলার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ মশিউর রহমানকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য তার চাকরি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এইচআর/এমএম)