logo ০৭ মে ২০২৫
প্রশাসনে ১০ জনকে এসি ল্যান্ড হিসেবে পদায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:২৭:১২
image

ঢাকা: প্রশাসনের ১০ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করে বিভিন্ন জেলায় বদলী করে তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হযেছে।


পদায়নকৃত কর্মকর্তারা হলেন,  বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. সাদিকুল রহমানকে নড়াইল জেলায় দেয়া হয়েছে।  বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. রবিউল ইসলামকে সাতক্ষীরায় দেয়া হয়।


খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার  ফরিদা ইয়াসমিনকে জামালপুরের দেয়া হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাদিরা আখতারকে রংপুর জেলায় দেয়া হয়।


নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. তালুতকে ঢাকায় দেয়া হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বিশ্বজিত পালকে ঢাকা জেলায় দেয়া হয়।


ফেনি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ রায়হানুল হারুনকে চট্টগ্রামে দেয়া হয়। রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ওলিউজ্জামানকে চট্টগাম জেলায় দেয়া হয়।


রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেনকে নরসিংদী জেলায় দেয়া হয়। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বেগম সুলতানা রাজিয়াকে ময়মনসিংহ জেলায় দেয়া হয়।


(ঢাকাটাইমস/২৩ ফেব্রুযারি/এইচআর/এমএম)