logo ০৭ মে ২০২৫
জামুকা ডিজির অনিয়ম তদন্ত করবে জনপ্রশাসন মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ফেব্রুয়ারি, ২০১৫ ১৭:৫৯:২২
image

ঢাকা: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব শ্যামাপদ দের অনিয়মের বিষয় তদন্ত করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। ডিজির বিরুদ্ধে ১১টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। জামুকার ৩০ জন কর্মকর্তা-কর্মচারী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এসব অভিযোগ করেন।


বিষয়টি আমলে নিয়ে তা তদন্ত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিষয়টি তদন্ত করতে শিগগিরই তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিজির বিরুদ্ধে অভিযোগপত্রটি পাওয়া গেছে। বিষয়টি শৃঙ্খলা শাখা তদন্ত করবে। অভিযোগ প্রমাণিত হলে  মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।


গত ১৬ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। যার স্মারক নম্বর-১২০। এ বিষয়ে নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা।


তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, অভিযোগপত্রটি ইতোমধ্যে শৃঙ্খলা ও তদন্ত শাখায় পাঠানো হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্তের নির্দেশ দেয়া হবে।


জামুকার ডিজি শ্যামাপদ দের নানা অনিয়ম তদন্ত করে তাকে অন্যত্র বদলির দাবি জানিয়ে কর্মকর্তা-কর্মচারীরা গত ২১ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে লিখিত অভিযোগ করেন। মন্ত্রী এ বিষয়ে সচিবকে তদন্তের নির্দেশ দিলেও তা রহস্যজনকভাবে ফেলে রাখা হয়।


অভিযুক্ত ডিজি শ্যামাপদ দে বিসিএস ১৯৮২ সালের বিশেষ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবও একই ব্যাচের কর্মকর্তা।


(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এইচআর/জেবি)