স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন তপন কুমার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৫ ২০:৪১:১৯
ঢাকা: ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে পাট অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য তপন কুমার চক্রবর্তীকে একই সংস্থার চেয়ারম্যান করা হয়েছে।
আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেনকে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এইচআর/এমএম)