logo ০৭ মে ২০২৫
এডিসি হলেন তিন ইউএনও
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:৪৮:৩৫
image

ঢাকা: তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  


নাটোরের লালপুর উপজেলার নির্বাহী অফিসার আমিনুল ইসলামকে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল হাসানকে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে। পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে। এছাড়া জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রফিককে ঝিনাইদাহে একই পদে বদলি করা হয়েছে।


পৃথক আরেক আদেশে পাঁচজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন বিভাগীয় কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এইচআর/এমএম)