logo ০৭ মে ২০২৫
উপসচিব পদে ১৪ রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৫:৫৫:১৪
image

ঢাকা: প্রশাসনের উপসচিব পদে ১৪টি রদবদল করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে এই রদবদল করা হয়।


এক আদেশে, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম মাসুদুর রহমানকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে আইন মন্ত্রণালয়ের উপসচিব ননী গোপাল বিশ্বাসকে। আর আইন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সুভাষ সিংহ সাহাকে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)জিয়াউল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।


আরেক ওএসডি কর্মকর্তা উপসচিব ড. কামরুল আহসানকে দেয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব আওলাদ হোসেনকে দেয়া হয়েছে পরিকল্পনা বিভাগে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম তারিকুল ইসলামকে একই মন্ত্রণালায়ের প্রকল্প পরিচালক (প্রশাসন) পদে পদায়ন করা হয়েছে। ঘূর্ণিঝড় বিভাগের পরিচালক (প্রশাসন) আবুল আহাদকে আইন ও গণপূর্ত অধিদপ্তরের আইন কর্মকর্তা করা হয়েছে। অর্থ বিভাগের অতিরিক্ত কর্মসূচি পরিচালক করা হয়েছে লোক প্রশাসন কেন্দ্রের পরিচালক ফজলুল বারীকে।


পদ্মা বহুমুখী নির্মাণ প্রকল্পের উপপরিচালক এ এম এনামুল কবির একই প্রকল্পের্ অতিরিক্ত পরিচালক হয়েছেন। পদ্মা বহুমুখী প্রকল্পের অতিরিক্ত পরিচালক পিযুষ কান্তি নাথকে একশটি উপজেলায় টেকনিক্যাল স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছে।  উপসচিব ড. নলীনি রঞ্জন বসাককে বিনিয়োগ বোর্ডের পরিচালক করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন।


অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব আহসান হাবিবকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এইচআর/জেবি/ঘ.)