logo ০৭ মে ২০২৫
দুর্নীতির দায়ে এক উপসচিব বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:২৯:১২
image

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক(উপসচিব) মো. কামরুল আলম দুর্নীতির অভিযোগে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার সাবেক এডিসি (সার্বিক) মো: কামরুল আলমের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সুনামগঞ্জ সদর থানার মামলার চার্জশিট নম্বর ১৩৪, তারিখ ১৩ আগস্ট ২০১৪ সালে বিজ্ঞ আদালাতে দাখিল করা হয়েছে।


রাস্ট্রপতির সচিবালয়ের ৯০-২-১৯৮৯ ইং তারিখের রাস/জানি/ (দুদ)ঢা-১(৩১)ঢাকা/৮৮/১৪৩(৪৫) নম্বর সার্কুলার এবং মন্ত্রিপরিষদ বিভাগের ১৯-জানুয়ারি/২০১২ সালের ডিও পত্রের নির্দেশনা মোতাবেক উক্ত কর্মকর্তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।


এ বিষয়ে কামরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১২ সালে সুনামগঞ্জে সরকারি হাসপাতালের নিয়োগের সময় আমি ডিসির প্রতিনিধি হিসেবে পরীক্ষায় ছিলাম। পরীক্ষার্থীরা মামলা করেছে। আসলে এ মামলার আসামী আমার হওয়ার কথা নয়। আসামী হওয়ার কথা সেই সময়ের জেলা প্রশাসকের। আমাকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে বলে তিনি দাবি করেন।


(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এইচআর/এমএম)