logo ০৮ মে ২০২৫
কক্সবাজারের ডিসি হলেন আলী হোসেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:০০:১৬
image

ঢাকা:  কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আলী হোসেন। আর কক্সবাজারের ডিসি রুহুল আমিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।


এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল বাতেন মিয়াকে বদলিকৃত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব পদে ১০ ফেব্রুয়ারির মধ্যে যোগদানের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যথায় তিনি ১১ ফেব্রুয়ারি তার বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।


(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এইচআর/এমএম)