logo ০৮ মে ২০২৫
কে হচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব?
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ফেব্রুয়ারি, ২০১৫ ২১:০৫:৪১
image

ঢাকা: আগামী ১৫ ফেব্রুয়ারি অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার।


সরকারের গুরুত্বপূর্ণ এই পদে কাকে দেয়া হচ্ছে তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। এই পদে তিন জনের নাম শোনা যাচ্ছে।


অনুমোদনের জন্য ইতোমধ্যেই একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।


চলতি সপ্তাহের শেষ নাগাদ বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন।


গুরুত্বপূর্ণ এই পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।


উল্লেখ্য, গত বছর ১০ ফেব্রুয়ারি আবদুস সোবহান শিকদারকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।


এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের কাছ জানতে চাইলে তিনি ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"এ বিষয়ে আলোচনা হয়েছে।এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।


(ঢাকাটাইমস/০৮ ফেব্রুয়ারি /এইচআর/ এআর/ ঘ.)