logo ০৮ মে ২০২৫
রাষ্ট্রপতির সচিব শফিকুল, দিলরুবাকে সচিব পদে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:৫৭:২৬
image

ঢাকা: পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলরুবা খানমকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। তবে পদোন্নতির আদেশ জারি করলেও তাকে নতুন কোনো দায়িত্বে পাঠানো হয়নি। আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকছেন তিনি।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।


এছাড়া পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মোহাম্মদ শফিকুল আজমকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।


(ঢাকাটাইমস/৪ ফেব্রুয়ারি/এইচআর/জেবি)