চার জেলা জজ বদলি
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইম
০৪ ফেব্রুয়ারি, ২০১৫ ২০:৪৫:১১

ঢাকা: চারজন জেলা জজ এবং ৪৫ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বদলির আদেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। এ ছাড়াও যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের ১৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় এই তথ্য জানায়।
কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদকে বগুড়ার জেলা ও দায়রা জজ, শেরপুরের জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসানকে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ, ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. মোজাম্মেল হককে শেরপুরের জেলা ও দায়রা জজ এবং সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. শাহেনুরকে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের পৃথক এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের ৪৫ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বদলিকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থল জানায়নি।
এ ছাড়া মন্ত্রণালয়ের অপর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের ১৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
(ঢাকাটাইমস/৪ ফেব্রুয়ারি/এইচআর/জেবি)