জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মহিউদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ফেব্রুয়ারি, ২০১৫ ১৬:৪০:৩০
ঢাকা: জনপ্রশসাশনের উপসচিব আবুল কাশেম মোহম্মদ মহিউদ্দিনকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব করা হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা জেবিন নিশা সুলতানাকে রাজশাহী সিটি করপোরেশনের সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহম্মদ ইউসুফ আলীকে পাটকল করপোরেশনের সচিব করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ডি. এম.মাহবুব হোসেনকে বাংলাদেশ সংসদ সচিবালয়ের পরিচালক করা হয়েছে।
উপ-সচিব পিযুস কান্তি নাথকে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মোহম্মদ শফিউল আলমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এইচআর/টিআর/জেবি)