পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ ফেব্রুয়ারি, ২০১৫ ১৯:৪৪:০৬
ঢাকা: বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের উপ মহা-পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আবুল কাশেমকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ডিআইজি সোহরাব হোসেনকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোশাররফ হোসেনকে এনএসআইয়ের পরিচালক করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি), গাইবান্ধার এসপি মোয়াজ্জেম হোসেনকে নৌ পুলিশের এসপি পদে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এএ/এমএটি)