logo ০৮ মে ২০২৫
নির্বাহী প্রকৌশলী ময়েজ উদ্দিনকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ ফেব্রুয়ারি, ২০১৫ ১৯:৪৫:৫১
image

ঢাকা: মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে ‘‘বহুতল বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ” প্রকল্পের প্রকল্প পরিচালক পদ থেকে নির্বাহী প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে।


আজ বরিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


আদেশে বলা হয়, ঢাকার গজনবী সড়কে মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে ‘‘বহুতল বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ পাওয়া কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন তালুকদারকে তার বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তার পূর্বের নিজ কর্মস্থল গণপূর্ত অধিদপ্তরে প্রত্যপর্ণ করা হয়েছে।


এছাড়া সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব সৈয়দ আলী আহসানকে পানি সম্পাদ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব করা হয়েছে।


(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এইচআর/এমএম)