logo ০৯ মে ২০২৫
শিল্পকলার পরিচালক ওএসডি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জানুয়ারি, ২০১৫ ১৯:০১:৩৯
image

ঢাকা : বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক (উপসচিব) মোহাম্মদ শওকত আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে তার চাকুরী একই মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) পদে পাচঁজনকে পদায়ন করা হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা বেগম ইশরাত রেজাকে চট্টগ্রাম জেলার এডিসি করা হয়েছে। এছাড়া কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব সরকারকে লালমনিরহাট জেলার এডিসি, জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) আব্দুর রফিককে জেলা পরিষদে পদায়নের লক্ষ্যে মাঠ প্রশাসন-২ শাখায় ন্যস্ত করা হয়েছে। খাগড়াছড়ি জেলার মাহলছড়ি উপজেলা নির্বাহী অফিসার শেখ ফরিদ আহমেদকে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) এবং লক্ষীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) এস এম নাজিম উদ্দিনকে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এইচআর/এমএটি)