logo ০৯ মে ২০২৫
শাহাজালার বিমান বন্দরের পরিচালক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জানুয়ারি, ২০১৫ ১৬:৩৩:০০
image

ঢাকা: হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডর এম কে জাকির হাসানকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন হয়রত শাহজালাল(র:) আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডর এম কে জাকির হাসানকে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্তে তার চাকরি সশন্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পন করা হয়েছে।


এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাইদুর রহমানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব করা হয়েছে।


(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এইচআর/এমএম)