ভবন নির্মাণে কোর কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জানুয়ারি, ২০১৫ ২০:২১:২৮

ঢাকা: আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়সহ তাদের বাসভবন নির্মাণে কোর কমিটি গঠন করেছে সরকার।
বুধবার আট সদস্যের এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় এবং তাদের বাসভবন নির্মাণ/ সম্প্রসারণে বাস্তবতার নিরিখে আয়তন বৃদ্ধি ও যুগোপযোগী সুযোগ সুবিধা নিশ্চিতকরণের জন্য সুপারিশমালা প্রনয়ণের লক্ষ্যে জেলা সদরে কোন ভবনাদি নির্মাণ সংক্রান্ত টাস্কফোর্স, মন্ত্রিপরিষদ বিভাগের ১৭৩ সভার সিদ্ধান্ত অনুসারে নিম্নরুপ কমিটি গঠন করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে (উন্নয়ন) কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি, ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশনের প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তরের প্রতিনিধি, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সদস্য করা হয়েছে।
কমিটির কার্যপরিধি:
বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন নির্মাণ/ সম্প্রসারণে বাস্তবতার নিরিখে বিদ্যমান আয়তন বৃদ্ধি ও যুগোপযোগী সুযোগ সুবিধা নিশ্চিতকরণে জন্য সুপারিশমালা প্রণয়ন করবে। প্রয়োজনে এ কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-আপ) করতে পারবে।
(ঢাকাটাইমস/২১জানুয়ারী/এইচআর/এমএম)