logo ০৯ মে ২০২৫
প্রশাসনে গতি আনতে সচিবদের তাগিদ
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২১ জানুয়ারি, ২০১৫ ২২:০৪:৪১
image

ঢাকা: প্রশাসনিক কাজে গতি ফিরিয়ে আনতে মাঠ পর্যায়ে প্রশাসনের শূন্য পদ পূরণের  তাগিদ দিলেন সচিবরা ।


আজ বুধবার বিকাল সাতে তিনটায় মন্ত্রিপরিষদ বিভাগের  সভা কক্ষে এই বৈঠক শুরু হয় এবং সন্ধ্যা নাগাদ তা শেষ হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ মোশাররাফ হোসাইন ভূইঞা  সভায় সভাপতিত্ব করেন।


বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.কামাল আবদুল নাসের টৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান ও বানিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচিব জানান, মাঠ পর্যায়ে প্রশাসনের শূন্য পদ পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা  থাকলেও তা এক বছরেও বাস্তবায়ন করা হয়নি।


এ বিষয়ে কি কি করা যায় সে বিষযে আলোচনা হয়েছে।


তিনি আরো বলেন, আগামী ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন মন্ত্রণালয় পরির্দশন নিয়েও  আলোচনা হয়েছে ।


(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এইচআর /এআর )