logo ০৯ মে ২০২৫
সিনিয়র সচিব পদে নিয়োগ পেলেন হাবিবুল আউয়াল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জানুয়ারি, ২০১৫ ১৫:০৮:৪০
image

ঢাকা: সিনিয়র সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন কাজী হাবিবুল আউয়াল। তাকে সিনিয়র সচিব হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ গত সোমবারের তারিখে আজ মঙ্গলবার জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে তার অবসর উত্তর ছুটি (এলপিআর) বাতিলের শর্তে আগামী ২১ জানুয়ারী থেকে এক বছরের জন্য সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হলো।


(ঢাকাটাইমস/২০জানুযারি/এইচআর/এমএম)