১২ এসপি পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জানুয়ারি, ২০১৫ ১৬:৫১:০৩
_50262.jpg)
ঢাকা: ১২ পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নড়াইল জেলার এসপি মো. আব্দুল কাদেরকে পুলিশ অধিদপ্তরে একই পদে, সুদান মিশন থেকে আগত সরদার রফিকুল ইসলামকে নড়াইল জেলার এসপি হিসেবে, নোয়াখালীর এসপি (পিটিসি) মিয়া মাসুদ করিমকে এসপি হিসেবে পিবিআই ঢাকায়, খুলনার উপ-পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারকে এসপি পদে পিবিআই ঢাকায়, ঢাকার আরআরএফ কমান্ড্যান্ট (এসপি) মো. শাহরিয়ারকে ঢাকায় নৌ এসপি হিসেবে, খুলনার তৃতীয় এপিবিএন এর অধিনায়ক মোস্তফা কামালকে এসপি হিসেবে পিবিআই ঢাকায়, রাঙামাটির বেতবুনিয়ার পিএসটিএস কমান্ড্যান্ট আনোয়ার কামালকে ঢাকায় নৌ এসপি হিসেবে, চট্টগ্রামের আরআরএফ কমান্ড্যান্ট (এসপি চলতি দায়িত্ব) মো. ইকবাল হোসেনকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে এসপি পদে, চট্টগ্রামের আরআরএফ কমান্ড্যান্ট (এসপি) সরদার নুরুল আমিনকে ঢাকার ট্যুরিস্ট বিভাগে এসপি পদে, রাজশাহী সারদার এসপি নওরোজ হাসান তালুকদারকে ঢাকার ট্যুরিস্ট বিভাগে একই পদে, ঢাকার পুলিশ অধিদপ্তরের এআইজি সাঈদ তারিকুল হাসানকে রাঙামাটির এসপি হিসেবে, পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত কর্মকর্তা সাজ্জাদুর রহমানকে রংপুরের এসপি (পিটিসি) হিসেবে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এইচআর/এমএম)