সচিবালয়ে লিফলেট বিতরণকারীদের সন্ধানে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জানুয়ারি, ২০১৫ ২৩:৩০:১৬

ঢাকা: প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সরকার বিরোধী লিফলেট বিতরণকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশও এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে ফ্যাক্সযোগে সংশ্লিষ্টদের এই নির্দেশনা পৌঁছে দেয়া হয় পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানায়, প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে নিরাপত্তা জোর করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বুধবার ‘জেগে ওঠো’ শিরোনামে সরকারবিরোধী লিফলেট বিতরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কারা এই লিফলেট তৈরি করেছে, কারা বিতরণ করেছে, তা–ও খুঁজে বের করতে হবে। পাশাপাশি সচিবালয়ে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা জানান, ‘দেশপ্রেমিক কর্মকর্তা-কর্মচারী’দের পক্ষে আটটি স্লোগানসহ ‘জেগে ওঠো’ শিরোনামে বুধবার সচিবালয়ের বিভিন্ন জায়গায় সরকারবিরোধী এই লিফলেট প্রচার করা হয়। সচিবালয়ের ৮ নম্বর ভবনের সামনে থেকে এ লিফলেট জব্দ করে নিরাপত্তা পুলিশ। সচিবালয় নিরাপত্তা পুলিশের সদস্যরা জানান, বিএনপি–সমর্থক কর্মচারীরা সচিবালয়ের ৮ নম্বর ভবন থেকে অথবা অন্য ভবন থেকে এসে গোপনে লিফলেট ফেলে দেন।
সচিবালয় নিরাপত্তা শাখার সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, লিফলেট ছড়ানোর পর দুপুর থেকে বিষয়টি নিয়ে নিরাপত্তা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর হয়ে ওঠেন। যেসব লিফলেট গোপনে ছাড়ানো হয়, তা সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরের পর সচিবালয় শাখার নিরাপত্তা পুলিশের পক্ষ থেকে ৮ নম্বর ভবনসহ (ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়) বিভিন্ন ভবনের সিসি ক্যামেরায় তল্লাশি চালানো হয়, লিফলেট ছড়ানো ব্যক্তিকে আটক করার জন্য।
গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি–সমর্থক কিছু কর্মচারী গোপনে সচিবালয়ে লিফলেট ছড়িয়েছেন। দু–একটি কপি ভবনের ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে গণমাধ্যমের কর্মীদের উদ্দেশে। তবে গণমাধ্যমের কর্মীদের হাতে আসার আগেই পুলিশের গোয়েন্দা সংস্থা তা সংগ্রহ করে ফেলে।
(ঢাকাটাইমস/ ১৪ জানুয়ারি/এইচএফ/ঘ.)